আধুনিক টি-টোয়েন্টিতে পাওয়ার হিটিং বেশ গুরুত্বপূর্ণ। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ধারবাহিক হতে হলে যেকোনো ব্যাটারের জন্যই পাওয়ার হিটিং দক্ষতা অপরিহার্য। আর এই জায়গায়ই বাংলাদেশি ব্যাটারদের ব্যর্থতার চিত্র স্পষ্ট। সম্প্রতি বেশ কয়েকজন তরুণ ব্যাটার পাওয়া হিটিংয়ে উন্নতি করলেও দল হিসেবে এখনো বেশ পিছিয়ে টাইগাররা। তাই পাওয়ার হিটিংয়ে উন্নতি করতে এবার বিশেষ কোচ নিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাওয়ার হিটিংয়ের জন্য বিশ্ব ক্রিকেটে সময়ে সেরা কোচদের একজন জুলিয়ান উড। তাকেই এবার টিম ম্যানেজমেন্টে যোগ করতে যাচ্ছে বিসিবি।
সম্প্রতি ক্রিকবাজকে জুলিয়ান উড বলেন, ‘হ্যাঁ, সিমোর (ফিল সিমন্স) সঙ্গে আমি কথা বলেছি। আগষ্টে আমি মূলত তিন সপ্তাহের জন্য আসছি। আমি এমনটাই শুনেছি। কিন্তু এটা এখনো নিশ্চিত নয়। বেশিদিনের জন্যও হতে পারে। আপনি বিসিবির সঙ্গে কথা বলতে পারেন। এশিয়া কাপকে সামনে রেখে আগষ্টে ঢাকায় আসব। আমি জানি না, এটা (চুক্তি বাড়বে কি না) বিসিবির উপর নির্ভর করছে।’
আরকে/সবা


























