বরিশাল বিভাগের টাইলস অ্যান্ড স্যানিটারি মার্কেটিং অ্যান্ড সেলস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাধবপাশা চন্দ্রদ্বীপ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে গতকাল অনুষ্ঠিত হলো এক প্রীতি ক্রিকেট ম্যাচ। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই খেলায় অ্যাসোসিয়েশনের বিভিন্ন সদস্যপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। মাঠজুড়ে ছিল খেলোয়াড়দের প্রাণবন্ত উপস্থিতি, দর্শকদের উচ্ছ্বাস এবং সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা।
খেলা শুরুর আগে সদ্য প্রয়াত শহীদ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত সবাই তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। শোক ও সম্মানের এই মুহূর্ত খেলাটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

নান্দনিক আয়োজন ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ম্যাচটি শুরু হয়। ব্যাটে-বলে ছিল জমজমাট লড়াই। একাধিক আকর্ষণীয় শট, দর্শক মাতানো ছক্কা ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলা এগিয়ে যায়। বিশেষ করে কয়েকটি বিশাল ছক্কা মাঠে উপস্থিত দর্শকদের করতালিতে মুখর করে তোলে। তবে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে সন্ধ্যা টিম দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে লড়াকু পারফরম্যান্স উপহার দিয়ে ধানসিঁড়ি টিম রানার্স আপ হিসেবে ম্যাচ শেষ করে।
খেলা শেষে আয়োজকরা বলেন, এই প্রীতি ম্যাচের মূল উদ্দেশ্য ছিল ব্যবসায়িক ব্যস্ততার বাইরে সদস্যদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করা। জয়–পরাজয়ের ঊর্ধ্বে উঠে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন ও সামাজিক বন্ধন গড়ে তোলাই ছিল এই আয়োজনের প্রধান লক্ষ্য।

তারা আরও জানান, ভবিষ্যতেও এমন ক্রীড়া ও সামাজিক আয়োজন অব্যাহত থাকবে, যাতে সংগঠনের সদস্যদের মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হয়। ম্যাচের শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয় এবং সফল আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান অংশগ্রহণকারীরা।
এমআর/সবা

























