ম্যাচ শুরুর আগে টিভি ক্যামেরা গ্যালারিতে খুঁজে নিল লিওনেল মেসিকে। তার সঙ্গে ছিলেন সদ্য ইন্টার মায়ামিতে যোগ দেওয়া আরেক আর্জেন্টাইন রদ্রিগো দে পল। দুজনকেই দেখা গেল হাস্যোজ্জ্বল। ম্যাচে অবশ্য তাদেরকে বা ঘরের মাঠের দর্শকদের খুব একটা আনন্দ দিতে পারল না ইন্টার মায়ামি।
মেসি ও জর্দি আলবার নিষেধাজ্ঞার পর ম্যাচটিকে ঘিরে ছিল বাড়তি কৌতূহল। কিন্তু ম্যাচের আগে যত কিছু হয়ে গেল, ম্যাচ ততটা ঘটনাবহুল হলো না। দুই দলের কোনোটি গোলের দেখাই পেল না। পয়েন্ট ভাগভাগি করে নিল ইন্টার মায়ামি ও এফসি সিনসিনাটি।
মেজর লিগ সকারে বাংলাদেশ সময় রোববার সকালে দুই দলের লড়াই শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
গত বুধবার মেজর লিগ সকার অল স্টার দলের হয়ে ম্যাচ না খেলায় এই ম্যাচে নিষিদ্ধ হন মেসি ও আলবা। যেটি নিয়ে মেসি প্রচণ্ড ক্ষুব্ধ বলে জানিয়েছিলেন মায়ামির স্বত্বাধিকারীদের একজন হোর্হে মাস।
মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে মায়ামির ভরসা ছিলেন লুইস সুয়ারেস ও তাদেও আইয়েন্দে। কিন্তু তারা জ্বলে উঠতে পারেননি।
এই ড্রয়ের পর মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া। ২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পাঁচে মায়ামি।
আরকে/সবা


























