রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) একটি অরাজনৈতিক সংগঠন এবং ভবিষ্যতেও তা অরাজনৈতিকভাবেই চলবে বলে জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি এম. রফিকুল ইসলাম খান। তিনি বলেন, “সবার সহযোগিতায় নিরপেক্ষভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে চাই। রুয়ার লক্ষ্য ও উদ্দেশ্য শতভাগ বাস্তবায়নে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
রোববার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, “রুয়ার এই যাত্রা সহজ ছিল না। এটি বাস্তবায়নে যারা কাজ করেছেন, তারা বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য।” তিনি সততার সাথে নির্বাচন পরিচালনার কথা তুলে ধরে বলেন, “আমরা কাউকে বাদ দিইনি, কাউকে দাওয়াত দিয়েও আনি নাই। সবাইকে নিয়েই পথ চলতে হবে।”
তিনি আরও জানান, খুব দ্রুত রুয়ার অফিস স্থাপন ও হিসাব হস্তান্তরের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুয়া অ্যাডহক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. একরামুল হামিদ, প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম, রাবির উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. ফরিদ উদ্দীন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, জনসংযোগ প্রশাসক ড. আখতার হোসেন মজুমদার, লিগ্যাল সেল প্রশাসক ড. আব্দুর রহীম সাগর, ছাত্র উপদেষ্টা ড. আমীরুল ইসলাম কনকসহ রুয়া ও নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা।


























