০৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন: নতুন নেতৃত্ব ঘোষণা ও পরিকল্পনার খসড়া

জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) শহরের বেলটিয়া এলাকার লুইজ ভিলেজ পার্ক সংলগ্ন মাঠে আয়োজিত এই জনসমাবেশে জেলা বিএনপির নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন পর্যায়ের দলীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সমাবেশের সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন সমাবেশ পরিচালনা করেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স এবং কোষাধ্যক্ষ এম রমিদুজ্জামান মিল্লাত। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশের উদ্বোধন করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

এছাড়া বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এসএম আব্দুল হালিম, আব্দুল কাইয়ুমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে জামালপুর জেলা বিএনপির পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠন করা হয়, যার মধ্যে ফরিদুল কবির তালুকদার শামীমকে সভাপতি এবং অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া নতুন কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দলের অভিজ্ঞ ও যুবনেতারা স্থান পেয়েছেন।

নেতৃবৃন্দ জানান, নতুন কমিটি জেলা বিএনপির সংগঠন শক্তিশালী করা, কর্মী সম্প্রসারণ ও স্থানীয় সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করবে। আগামী সময় জেলা বিএনপি নির্বাচনী প্রস্তুতি, জনসংযোগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।

জেলা বিএনপির কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, এই সম্মেলনের মাধ্যমে দলীয় ঐক্য ও নেতৃত্বের মান আরও দৃঢ় হবে এবং স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন: নতুন নেতৃত্ব ঘোষণা ও পরিকল্পনার খসড়া

আপডেট সময় : ০৯:২৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) শহরের বেলটিয়া এলাকার লুইজ ভিলেজ পার্ক সংলগ্ন মাঠে আয়োজিত এই জনসমাবেশে জেলা বিএনপির নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন পর্যায়ের দলীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সমাবেশের সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন সমাবেশ পরিচালনা করেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স এবং কোষাধ্যক্ষ এম রমিদুজ্জামান মিল্লাত। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশের উদ্বোধন করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

এছাড়া বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এসএম আব্দুল হালিম, আব্দুল কাইয়ুমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে জামালপুর জেলা বিএনপির পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠন করা হয়, যার মধ্যে ফরিদুল কবির তালুকদার শামীমকে সভাপতি এবং অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া নতুন কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দলের অভিজ্ঞ ও যুবনেতারা স্থান পেয়েছেন।

নেতৃবৃন্দ জানান, নতুন কমিটি জেলা বিএনপির সংগঠন শক্তিশালী করা, কর্মী সম্প্রসারণ ও স্থানীয় সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করবে। আগামী সময় জেলা বিএনপি নির্বাচনী প্রস্তুতি, জনসংযোগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।

জেলা বিএনপির কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, এই সম্মেলনের মাধ্যমে দলীয় ঐক্য ও নেতৃত্বের মান আরও দৃঢ় হবে এবং স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।

এমআর/সবা