প্রতিনিধি ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টানা বর্ষণে পানিবন্দি আশ্রয়ন পকল্পের বাসীন্দারা নিজগৃহ চেড়ে অন্যত্র আশ্রয় নিয়ে অশহায় জীবনযাপন করছে। মজিব
শতবর্ষের দেয়া প্রধান মন্ত্রী শেখহাসিনার উপহার ঘর পেয়ে ভালোই ছিলাম আমরা। কিন্তু বৃষ্টির পানিতে আমাদের ভাগকে বিরাম্ভনায় ফেলেছে।
ভোক্তভোগীরা জানায়,সরকারি ভাবে এখনও তারা সাহায্য সহযোগীতা পায়নি । ১০ আক্টোবর মঙ্গলবার উপজেলার শরিষা ইউনিয়নের খান পুর আশ্রয়ন গৃহের ১৪ টি ঘরে এখনও কোমর পানি। গত শুক্রবারের টানা বর্ষণে ঘরে পানি উঠায় পরিবার পরিজন নিয়ে তড়ি ঘড়ি করে ওই সব লোকজন রাতেই ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয় । এ দুর্যোগের মাঝে তাদের গরু ,ছাগল ,হাঁস,মুরগি ঘরে রেখেই চলে যায়। পর দিন ভোরে এসে দেখে রেখে যাওয়া তাদের
গরু,ছাগল,হাঁস ,মুরগি পানিতে ডুবে মারা গেছে। আশ্রয়ন গৃহে বসবাসকারী প্রতিবন্ধী আকলীমা, হোটেল কর্মচারি শামিমসহ অন্যান্যদের সাথে কথা হলে তারা আবেগ আবেগাপ্লুত হয়ে অনেকেই কান্নায় ভেঙে পরেন। এ সময় তারা জানান, প্রধান মন্ত্রীর উপহারের ঘর পেয়ে কষ্টের মাঝেও
সুখে ছিলাম। কিন্তু বৃষ্টির পানি আমাদেরকে যেমন চরম কষ্টে ফেলেছে তেমনি আমাদের গবাদি পশু গুলো মরে যাওয়ায় সম্ভলহীন হয়েছি। চেয়ারম্যান
একরাম হোসেন ভূইয়া ও ইউপি সদস্য হালিমা সহায়তায় আমরা প্রতিবেশিদেও বাড়িতে আশ্রয় নিয়েছি। সরিষা ইউপি চেয়ারম্যান জানান,দু’দিন ধরে আমার বাড়ি থেকে এ সব লোকজনের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে।
এ বিষয়ে ইউএনও হাফিজা জেসমিনের জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অভহিত করা হয়েছে এবং তাদেরকে সহায়তা করতে চেয়ারম্যানকে বলা হয়েছে।























