১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে বিদ্যুৎ-জ্বালানি দুর্নীতির বিরুদ্ধে ক্যাবের মানববন্ধন

দায়মুক্তি আইনের আওতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সব বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিল এবং জ্বালানি খাতে জড়িত অপরাধীদের বিচারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাট জেলা শাখা।

শনিবার বিকেলে লালমনিরহাট সাধারণ পাঠাগারের সামনে মহাসড়কে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ক্যাব লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট চিত্তরঞ্জন রায়, প্রেসক্লাব লালমনিরহাটের যুগ্ম সদস্য সচিব ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন বিদ্যুৎ, শিক্ষক মাসুম মিয়া, প্রফেসর হারুন অর রশিদ, ক্যাব লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি শহীদ ইসলাম সুজন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম এবং ক্যাব সদস্য মাহমুদা খাতুন মনা প্রমুখ।

বক্তারা বলেন, দায়মুক্তি আইনের সুযোগ নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম ও দুর্নীতি বেড়েছে, যার খেসারত দিচ্ছে সাধারণ ভোক্তারা। অবিলম্বে এসব চুক্তি বাতিল ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীদের মধ্যে বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং একটি ধারণাপত্র বিতরণ করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সামান্তা শারমিনের নতুন বার্তা

লালমনিরহাটে বিদ্যুৎ-জ্বালানি দুর্নীতির বিরুদ্ধে ক্যাবের মানববন্ধন

আপডেট সময় : ০৭:২৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

দায়মুক্তি আইনের আওতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সব বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিল এবং জ্বালানি খাতে জড়িত অপরাধীদের বিচারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাট জেলা শাখা।

শনিবার বিকেলে লালমনিরহাট সাধারণ পাঠাগারের সামনে মহাসড়কে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ক্যাব লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট চিত্তরঞ্জন রায়, প্রেসক্লাব লালমনিরহাটের যুগ্ম সদস্য সচিব ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন বিদ্যুৎ, শিক্ষক মাসুম মিয়া, প্রফেসর হারুন অর রশিদ, ক্যাব লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি শহীদ ইসলাম সুজন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম এবং ক্যাব সদস্য মাহমুদা খাতুন মনা প্রমুখ।

বক্তারা বলেন, দায়মুক্তি আইনের সুযোগ নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম ও দুর্নীতি বেড়েছে, যার খেসারত দিচ্ছে সাধারণ ভোক্তারা। অবিলম্বে এসব চুক্তি বাতিল ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীদের মধ্যে বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং একটি ধারণাপত্র বিতরণ করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এমআর/সবা