চট্টগ্রামের ফটিকছড়িতে প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী জমিদার পরিবার আরবাণী সওদাগর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ৯ নং ওয়ার্ড সমিতির হার্ট পূর্ব ধলই আরবাণী সওদাগর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় জুনায়েদের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হওয়ার সাথে সাথে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে জুনায়েদ, সাইফুল ইসলাম বিপ্লব, রাশেদ চৌধুরী, টিটু চৌধুরী, মঞ্জু চৌধুরী ও সাজু চৌধুরীর ঘরসহ একটি পাকাঘর এবং ১০-১২টি সেমিপাকা ঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, ঐতিহ্যবাহী এই বাড়ির বেশিরভাগ বাসিন্দা বর্তমানে শহরে বসবাস করেন। অল্প কয়েকটি পরিবার সেখানে বসবাস করায় আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।
রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তীব্র তাপদাহ ও আগুনের ব্যাপকতার কারণে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফটিকছড়ি থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম ও ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জুনায়েদের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আরবাণী সওদাগর বাড়ির প্রায় ১০–১২টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। অগ্নিকাণ্ডে প্রায় ১০–১২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এমআর/সবা

























