আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব ও সূচনা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। এ সময় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনায় জানানো হয়, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দুর্গাদেবীর শুভ অর্চনা অনুষ্ঠিত হবে। পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনা, পুলিশ, আনসার, ভিডিপি, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক সদস্যরা দায়িত্বে থাকবেন। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
সভায় আরও উল্লেখ করা হয়, রাজারহাট উপজেলার মোট ১৩১টি পূজা মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সেজন্য উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেবে।
এসময় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বলেন, “প্রতি বছর রাজারহাট উপজেলায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এবারও আমরা প্রশাসনের সহযোগিতায় সকল মণ্ডপে পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে চাই। নিরাপত্তা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলে পূজার আনন্দ আরও বাড়বে।”
এমআর/সবা






















