বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুর রাজ্জাক। তবে ক্রিকেটের সঙ্গেই থাকছেন তিনি। এবার সংগঠক হিসেবে দেখা যাবে এই সাবেক বাঁ-হাতি স্পিনারকে।
আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে লড়বেন রাজ্জাক। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে তিনি মনোনয়ন নিয়েছেন বলে বিসিবির একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।
এনসিএল টি-টোয়েন্টির দায়িত্বে রাজ্জাক সিলেটে অবস্থান করছিলেন। শনিবার দুপুরে ঢাকায় ফিরে তিনি বিসিবি ভবনে গিয়ে আলোচনা করেন এবং এরপরই নির্বাচকের পদ ছাড়ার সিদ্ধান্ত নেন। বিসিবি ইতোমধ্যে তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। পাশাপাশি তিনি পরিচালক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। এর আগে আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা গ্রহণ কার্যক্রম চলছে। শেরে-ই-বাংলা স্টেডিয়াম প্রাঙ্গণে সকাল থেকেই কাউন্সিলরদের পদচারণায় মুখর পরিবেশ বিরাজ করছে। দুপুর দেড়টা পর্যন্ত বেশ কয়েকজন মনোনয়ন ফরম ক্রয় করেছেন।
এমআর/সবা

























