রংপুরে স্পিরিট পান করে জেনতার আলী (৪১), সোহেল মিয়া (৩০) ও আলমগীর হোসেন (৪০) নামে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে রংপুর সদর ও বদরগঞ্জ উপজেলার পৃথক স্থানে তাদের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে জেনতার আলী রংপুর সদর উপজেলার শ্যামপুর শাহপাড়া এলাকার বাসিন্দা। অপর দুইজন সোহেল মিয়া ও আলমগীর হোসেন বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে জানা যায়, রবিবার দিবাগত মধ্যরাতে তারা স্পিরিট পান করেন। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়লে একে একে তাদের মৃত্যু হয়।
এলাকাবাসীর অভিযোগ, সদর উপজেলার শ্যামপুরের বসন্তপুর এলাকার জয়নুল আবেদীন দীর্ঘদিন ধরে চোলাই মদ ও স্পিরিট বিক্রি করে আসছিলেন। নিহতরা তার কাছ থেকেই স্পিরিট কিনে পান করেছিলেন।
পারিবারিক সূত্র জানায়, রবিবার রাত ১০টার দিকে সোহেল মিয়া বাড়িতে অসুস্থ হয়ে পড়েন এবং রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। আলমগীর হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। জেনতার আলীর মৃত্যুর সঠিক সময় জানা যায়নি।
ঘটনার পর সোমবার সকালে অভিযুক্ত জয়নুল আবেদীনকে ১০ বোতল স্পিরিটসহ আটক করেছে পুলিশ।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জাহিদ সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা হোমিওপ্যাথি ওষুধে ব্যবহৃত স্পিরিট পান করেছিলেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শু/সবা






















