চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখার জন্য করণীয় বিষয়ে ১০ দফা প্রস্তাবনা দিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের বরাবর তারা এই প্রস্তাবনা দেন।
প্রস্তাবনাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্ব পেয়েছে ভুয়া ভোটার ও জাল ভোট রোধের ব্যবস্থা। ইউটিএলের মতে, ভোটার তালিকা তৈরি ও যাচাইয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। ছাত্রত্ব যাচাই, ভোটার আইডি মিলিয়ে দেখা এবং ভোটকেন্দ্রে প্রবেশের সময় ডিজিটাল যাচাই ব্যবস্থা চালু করার আহ্বান জানানো হয়। এতে ভোট প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য হবে বলে সংগঠনটির বিশ্বাস।
ইউটিএলের অন্যান্য প্রস্তাবনায় রয়েছে— ওএমআর মেশিনের স্বচ্ছতা নিশ্চিতকরণ, কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা, আচরণবিধি কঠোরভাবে অনুসরণ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, প্রযুক্তি নির্ভর নজরদারি, প্রচারণা ও গণআস্থা বৃদ্ধি, নির্বাচনকালীন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ও সহায়তা কেন্দ্র স্থাপন এবং ফলাফল প্রকাশের পর শৃঙ্খলা বজায় রাখা।
প্রস্তাবনা জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংগঠনটির চবি শাখার আহ্বায়ক অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, সদস্য সচিব অধ্যাপক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. রোকনুজ্জামান আজাদ, অধ্যাপক ড. সিরাজ উদ্দিন, সদস্য অধ্যাপক ড. সেলিম জাহাঙ্গীর ও অধ্যাপক ড. ওয়াহিদা সুমি।
এমআর/সবা

























