জামালপুরে বিশেষ অভিযানে ভারত হতে চোরাচালানের সময় অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে প্লাস্টিকের ৮ বস্তা বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী পণ্যসহ ব্যাটারী চালিত মিশুক ভ্যানে বহনকালে মো. সোহরাব নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে, জামালপুর জেলার বকশীগঞ্জ থানাধীন দেওয়ানগঞ্জ টু বকশীগঞ্জগামী রাস্তার আইরমারী ব্রীজের পশ্চিমপাড়ে পাকা রাস্তায় চোরাকারবারী ব্যাটারী চালিত মিশুক ভ্যানে করে ভারতীয় পণ্য নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই নিরুপম নাগ (বিপিএম), এসআই মো. রফিকুল ইসলাম এ অভিযান চালায়।
গ্রেফতারকৃত আসামী মো. সোহরাব (৩৭) জেলার বকশীগঞ্জ উপজেলার চরকাওরিয়া (পশ্চিমপাড়া) গ্রামের মো. আলমের ছেলে।
এসময় ১টি বস্তাতে ৮ কার্টুন পন্ডস্ ফেসওয়াশ। প্রতিটি কার্টুনে ২৪ পিস করে মোট ১৯২ পিস প্যাকেট ফেসওয়াশ রয়েছে যাহার প্রতি পিস এর ওজন ১০০ গ্রাম প্রতিটির মূল্য ২৬০ টাকা করে মোট মূল্য ৪৯,৯২০ টাকা। যার প্রত্যেকটিতে ইংরেজিতে MADE IN INDIA লেখা রয়েছে।
অন্য ৭টি প্লাস্টিকের বস্তার ভিতরে প্রত্যেকটি বস্তায় ৭টি করে ৪৯টি কার্টুন, প্রতি কাটনে ৪৮ পিস করে মোট ২৩৫২ পিস যাহার প্রতি পিস এর ওজন ৫০ গ্রাম PONDS BRIGHT BEAUTY ANTI DULLNESS FACEWASH যার প্রতিটির মূল্য ১৫০ টাকা করে মোট মূল্য ৩,৫২,৮০০ টাকা। যার প্রত্যেকটিতে ইংরেজিতে MADE IN INDIA লেখা ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম পিপিএম জানান, আমরা সবসময় অবৈধপথে এবং শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় প্রসাধনীপণ্য চোরাচালানকারী, মাদক ও অস্ত্র কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে অভিযান পরিচালনা করি এবং সফলভাবে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই। এই আসামী সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে প্রসাধনী পণ্য দেশে এনে বিপণন করত। আমাদের অভিযান চলমান থাকবে।
জামালপুর পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে আমরা বারবার বলে আসছি অবৈধপথে এবং শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় প্রসাধনী পণ্য চোরাচালানকারী, মাদক ও অস্ত্র কারবারিদের কোনো স্থান এই জেলায় নেই। ডিবি-২ এর এই সফল অভিযান প্রশংসনীয়। দেশের শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে যেকোনো প্রসাধনী পণ্য বিপণনসহ সকল কর্মকান্ডে আমাদের দৃষ্টিভঙ্গি জিরো টলারেন্স। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে। আমরা জনগণের সহযোগিতায় জামালপুরকে নিরাপদ ও চোরাকারবারীমুক্ত জেলায় পরিণত করতে দৃঢ় প্রতিজ্ঞ।”
জানা যায়, বুধবার গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জেলার দেওয়ানগঞ্জ থানায় মামলা নং-১৭/২৮৪, ধারা-১৯৭৪ বিশেষ ক্ষমতা আইন এর ২৫-বি ১(বি)/২৫-ডি ধারায় মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামীকে আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমআর/সবা

























