রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে পরিসংখ্যান, মার্কেটিং এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। সংঘর্ষের সময় দুষ্কৃতিকারীরা সমাজবিজ্ঞান বিভাগে ভাঙচুর চালায় বলেও অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার সূত্রপাত
জানা যায়, বিশ্ববিদ্যালয় মাঠে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের একটি খেলা চলাকালীন পরিসংখ্যান এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে উত্তেজনা শুরু হয়। খেলার এক পর্যায়ে একটি ফাউলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরবর্তিতে আজকে মার্কেটিং এবং পরিসংখ্যান বিভাগে মধ্যে তা সংঘর্ষের রূপ নেয়।
ত্রিমুখী লড়াই ও ভাঙচুর
সংঘর্ষ চলাকালে আকস্মিকভাবে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও এক পক্ষে যোগ দিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। তিন বিভাগের শিক্ষার্থীরা একে অপরের ওপর লাঠি, স্টাম্প এবং নিয়ে চড়াও হয়। এতে ক্যাম্পাস কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে একদল উত্তেজিত শিক্ষার্থী প্রশাসনিক ভবনের কাছাকাছি অবস্থিত সমাজবিজ্ঞান বিভাগে প্রবেশ করে এবং সেখানে ব্যাপক ভাঙচুর চালায়।হতাহতের সংখ্যা
জানা গেছে, এই সংঘর্ষে তিন বিভাগের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর আঘাতের কারণে বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলমান। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এমআর/সবা

























