৭৩-এর অধ্যাদেশ সংস্কার ছাড়া বিশ্ববিদ্যালয় সংস্কারকে ভাঁওতা বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, এ অধ্যাদেশের অনিয়ন্ত্রিত ক্ষমতা ও সুবিধা বাতিল না হলে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন সম্ভব নয়।
স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের স্বার্থে আঘাত না লাগা পর্যন্ত ৭৩-এর অধ্যাদেশ সংস্কারের বিষয়ে নীরব থাকেন। নাম ও মুরাল নিয়ে আপত্তি তোলা হলেও ওই অধ্যাদেশ থেকে পাওয়া সুবিধা ভোগ করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
শিক্ষক নিয়োগ প্রসঙ্গে সালাহউদ্দিন আম্মার বলেন, বর্তমানে প্রকৃত শিক্ষক নিয়োগের পরিবর্তে ভোটার তৈরির প্রবণতা দেখা যাচ্ছে। তার দাবি, ক্যাম্পাসের ১৫ শতাংশ শিক্ষকও দক্ষ নন। তিনি আরও বলেন, ৭৩-এর অধ্যাদেশের ধারা অনুযায়ী ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধ হলেও অধিকাংশ শিক্ষক তা নিয়মিত লঙ্ঘন করছেন।
তিনি অভিযোগ করেন, নারী কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎ ও অধ্যাদেশ লঙ্ঘনের সঙ্গে অধিকাংশ শিক্ষক কোনো না কোনোভাবে জড়িত। পাশাপাশি তিনি বলেন, যেদিন শিক্ষকরা নিজেরাই এই অনিয়ন্ত্রিত ক্ষমতা ও অযৌক্তিক সুবিধা প্রত্যাখ্যান করবেন, সেদিনই প্রকৃত পরিবর্তন সম্ভব হবে।
এমআর/সবা


























