ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস সানজিদা। বুধবার (২৪ ডিসেম্বর) জোহরের নামাজের পর রাজধানীর কাঁটাবন মসজিদে তাদের বিবাহ সম্পন্ন হয়। জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে এই বিবাহ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উভয় পরিবারের নিকটাত্মীয়দের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, আপ বাংলাদেশ ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডাকসু জিএস এস এম ফরহাদ চট্টগ্রামের সন্তান। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন। ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে ডাকসুর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, চাকসু নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস সানজিদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়। চাকসু নির্বাচনে তিনি প্রায় ৬ হাজার ভোট পেয়ে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন, যা সাম্প্রতিক চাকসু নির্বাচনে উল্লেখযোগ্য আলোচনার বিষয় ছিল।
জানা যায়, ডাকসু ও চাকসুর দায়িত্বশীল দুই ছাত্রনেতার এই বিবাহকে কেন্দ্র করে উভয় পরিবার এবং সংশ্লিষ্ট মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, ডাকসু জিএস ফরহাদের বাগদান অনুষ্ঠান ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিকভাবে বাগদানের দিন পেছানো হয়েছিল।

























