শহীদ শরীফ ওসমান হাদির সংগ্রাম ও আদর্শকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া এবং তাঁর হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেওয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করেছে চবি ইনকিলাব মঞ্চ।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, রেলস্টেশন, অগ্রণী ব্যাংক এলাকা ও আবাসিক হলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব দেওয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন করা হয়।
দেয়াল লিখন ও গ্রাফিতিতে ওসমান হাদির বিভিন্ন উক্তি ও স্লোগান তুলে ধরা হয়। এর মধ্যে ছিল—‘জান দেব, জুলাই দেব না’, ‘আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই’, ‘দাসত্ব যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত’,
‘গণহত্যাকারীর বিপক্ষে মজলুমের গালি হইলো মহাকাব্য’, ‘হাদি হত্যার বিচার চাই’সহ আরও বিভিন্ন কথামালা।
কর্মসূচি সম্পর্কে চবি ইনকিলাব মঞ্চের যুগ্ম সদস্য সচিব নাদিম মাহমুদ উল্লাস বলেন, “হাদি ভাইকে হত্যা করা হয়েছে সাত দিন হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত সরকার বিচার নিশ্চিত করতে পারেনি। সরকার উল্টো ৯০ দিনের সময় নির্ধারণ করে দিয়ে আমাদের সাথে একপ্রকার ফাজলামো করেছে। জুলাইয়ের উপর প্রতিষ্ঠিত সরকার জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির খুনিদেরকে গ্রেফতার করতে পারেনি।”
তিনি আরও বলেন, “যারা হাদিকে খুন করেছে, তারা মনে মনে করেছে এক হাদিকে খুন করে তারা আন্দোলনকে স্তিমিত করে দিবে। বরং এখন আরো শতশত হাদি সৃষ্টি হবে। হাদি ভাইয়ের আন্দোলনকে জীবিত রাখার জন্য আমরা ইনকিলাব মঞ্চ কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী গ্রাফিতি কর্মসূচি পালন করেছি।”
এ বিষয়ে চবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, “শরীফ ওসমান হাদি ভাইয়ের আন্দোলনকে জীবিত রাখার জন্য এবং তাঁর বিচারের দাবিতে আমরা এই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করছি। গ্রাফিতিতে ওসমান হাদির কোটেশনগুলো লেখা হচ্ছে। তিনি কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে যে লড়াই চালিয়ে গিয়েছিলেন, তা ধরে রাখতে এবং তাঁর হত্যার বিচার দাবিতে আমরা এখনো রাজপথে আছি।”
এমআর/সবা


























