০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোঃ জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় কর্মসূচি থেকে।

সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম মানিক। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন স্বপন, বাঁধন, সানী মজুমদার, সাইফুল ইসলাম বাবলু, উচ্চ মাধ্যমিক শাখার সদস্য সচিব আবদুল মাজেদ, বিএসসি বিভাগের নেওয়াজ উদ্দিন, বিবিসি বিভাগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আলমসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “ছাত্রনেতা জুবায়েদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দ্রুত সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নিহত জুবায়েদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় : ০৫:৩১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোঃ জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় কর্মসূচি থেকে।

সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম মানিক। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন স্বপন, বাঁধন, সানী মজুমদার, সাইফুল ইসলাম বাবলু, উচ্চ মাধ্যমিক শাখার সদস্য সচিব আবদুল মাজেদ, বিএসসি বিভাগের নেওয়াজ উদ্দিন, বিবিসি বিভাগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আলমসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “ছাত্রনেতা জুবায়েদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দ্রুত সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নিহত জুবায়েদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এমআর/সবা