০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি নুরুল কবির শাহীন

বিএনপি থেকে পদত্যাগ করেছেন সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন।

রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১২টায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের কথা জানান।

ওই সময় তিনি দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন এবং দল থেকে পদত্যাগ পত্রের একটা কপিও সাংবাদিকদের সরবরাহ করেন।

পদত্যাগের বিষয়ে শাহ নুরুল কবির শাহীন বলেন, ‘আমি বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ব্যক্তিগত বিবেচনায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছি।’ পদত্যাগপত্র তিনি ডাকযোগে দলের কার্যালয়ে পাঠিয়েছেন এবং বলেন, আসন্ন নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন।

এই পদত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তিনি বলেন, “শাহ্ নুরুল কবির একজন অভিজ্ঞ ও শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ। তাকে ঐক্যের ছায়াতলে এনে দল ও জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। বিএনপির অভিজ্ঞ নেতাদের সঙ্গে মিলিত হয়ে আমরা নির্বাচনে বিজয়ী হতে চাই।”

মাজেদ বাবু আরও উল্লেখ করেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শাহ্ নুরুল কবির মতো ত্যাগী ও দক্ষ নেতাদের যথাযথ মূল্যায়ন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সকল অভিজ্ঞ নেতা একত্রিতভাবে কাজ করবেন।

এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য দল প্রস্তুত। তবে জোটগতভাবে কিছু আসন ভাগাভাগি হতে পারে। সব আসনে বিজয়ী হলেও রাষ্ট্র পরিচালনায় যোগ্য ও অভিজ্ঞ নেতাদের সম্পৃক্ত করা জরুরি। তাই মনোনয়ন না পাওয়া অভিজ্ঞ নেতারা দলীয় নীতি অনুযায়ী নির্বাচনে সহযোগিতা করবেন।

উল্লেখ্য, শাহ্ নুরুল কবির ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কাঁকনহাটি গ্রামের বাসিন্দা। ২০০১ সালে বিএনপির মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু মনোনীত হয়েছেন। মনোনয়ন না পাওয়ায় শাহ্ নুরুল কবির স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৮ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এই পদত্যাগের ঘটনায় ময়মনসিংহ-৮ এলাকায় বিএনপির রাজনীতি নতুন দ্বন্দ্ব ও আলোচনা শুরু করেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদত্যাগ দলের অভ্যন্তরীণ ঐক্য ও নির্বাচনী কৌশল প্রভাবিত করতে পারে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি নুরুল কবির শাহীন

আপডেট সময় : ০৭:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

বিএনপি থেকে পদত্যাগ করেছেন সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন।

রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১২টায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের কথা জানান।

ওই সময় তিনি দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন এবং দল থেকে পদত্যাগ পত্রের একটা কপিও সাংবাদিকদের সরবরাহ করেন।

পদত্যাগের বিষয়ে শাহ নুরুল কবির শাহীন বলেন, ‘আমি বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ব্যক্তিগত বিবেচনায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছি।’ পদত্যাগপত্র তিনি ডাকযোগে দলের কার্যালয়ে পাঠিয়েছেন এবং বলেন, আসন্ন নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন।

এই পদত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তিনি বলেন, “শাহ্ নুরুল কবির একজন অভিজ্ঞ ও শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ। তাকে ঐক্যের ছায়াতলে এনে দল ও জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। বিএনপির অভিজ্ঞ নেতাদের সঙ্গে মিলিত হয়ে আমরা নির্বাচনে বিজয়ী হতে চাই।”

মাজেদ বাবু আরও উল্লেখ করেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শাহ্ নুরুল কবির মতো ত্যাগী ও দক্ষ নেতাদের যথাযথ মূল্যায়ন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সকল অভিজ্ঞ নেতা একত্রিতভাবে কাজ করবেন।

এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য দল প্রস্তুত। তবে জোটগতভাবে কিছু আসন ভাগাভাগি হতে পারে। সব আসনে বিজয়ী হলেও রাষ্ট্র পরিচালনায় যোগ্য ও অভিজ্ঞ নেতাদের সম্পৃক্ত করা জরুরি। তাই মনোনয়ন না পাওয়া অভিজ্ঞ নেতারা দলীয় নীতি অনুযায়ী নির্বাচনে সহযোগিতা করবেন।

উল্লেখ্য, শাহ্ নুরুল কবির ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কাঁকনহাটি গ্রামের বাসিন্দা। ২০০১ সালে বিএনপির মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু মনোনীত হয়েছেন। মনোনয়ন না পাওয়ায় শাহ্ নুরুল কবির স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৮ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এই পদত্যাগের ঘটনায় ময়মনসিংহ-৮ এলাকায় বিএনপির রাজনীতি নতুন দ্বন্দ্ব ও আলোচনা শুরু করেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদত্যাগ দলের অভ্যন্তরীণ ঐক্য ও নির্বাচনী কৌশল প্রভাবিত করতে পারে।

এমআর/সবা