পাহাড় ডিঙ্গিয়ে উঠবো মোরা, শিক্ষার মশাল জ্বেলে এ প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ি ভাইবোন ছড়ায় ছোটবাড়ি গ্রামে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে ভাইবোন ছড়া বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ উত্তর উপ আঞ্চলিক শাখা ও সচেতন ত্রিপুরা সমাজ আয়োজনে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক প্রশান্ত কুমার ত্রিপুরা’র সভাপতিত্বে উদ্বোধক হিসেবে ছিলেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম।
এসময় জিপিএ ৫ প্রাপ্ত ৬ জনকে শিক্ষার্থীকে ক্রেস্ট ও ৩শত ২০জন শিক্ষার্থীকে বই বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক প্রশান্ত কুমার ত্রিপুরা’র সভাপতিত্বে অতিথি হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য আব্দুল লতিফ, সদস্য সহিদুল ইসলাম সুমন, ভাইবোন ছড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আব্দুলাহ আল আফনান, ভাইবোন ছড়া ইউপি চেয়ারম্যান সুজন চাকমা, বিএনপি ভাইবোন ছড়া ইউনিয়নের সভাপতি আয়েবাচ্ছু, মিলেনিয়াম ভাইবোন ছড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক তাতুমনি চাকমা, মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শ্যামল মিত্র চাকমাসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শিরোনাম
খাগড়াছড়িতে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত
-
খাগড়াছড়ি প্রতিনিধি - আপডেট সময় : ০৪:১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- ।
- 233
জনপ্রিয় সংবাদ
























