ঈদগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মাজদার শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদে জুমা ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
বক্তব্যে ওসি এ টি এম শিফাতুল মাজদার বলেন, ঈদগাঁও এলাকাকে মাদক, অপরাধ ও সন্ত্রাসমুক্ত রাখতে তিনি যথাসম্ভব ভূমিকা রাখবেন। এ লক্ষ্যে সর্বস্তরের জনগণের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। বক্তব্যের শেষাংশে তিনি তাঁর নিজের, তাঁর মরহুম পিতা ও পরিবারের সকল সদস্যের জন্য মুসল্লিদের নিকট দোয়া কামনা করেন।
উল্লেখ্য, তিনি সম্প্রতি রাঙ্গুনিয়া মডেল থানা থেকে বদলি হয়ে ঈদগাঁও থানায় যোগদান করেন। গত ৮ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে ঈদগাঁও থানায় দায়িত্ব গ্রহণ করেন। তাঁর গ্রামের বাড়ি নীলফামারী জেলার সদরে। গত ১৮ ডিসেম্বর তাঁর পিতা এ টি এম শাহনেওয়াজ ইন্তেকাল করেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট ঠিকাদার।
এ সময় ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জহিরুল ইসলামসহ কানায় কানায় পূর্ণ মুসল্লিদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এদিকে ওসির পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এমআর/সবা
























