মীরসরাইয়ের করেরহাটে একটি পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৬ অক্টোবর) বেলা ৩টার দিকে করেরহাট-রামগড় আঞ্চলিক সড়কের করেরহাট ফরেস্ট অফিসের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। নিহতদের মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি জব্দ করে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমআর/সবা
























