০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধ সার মজুদে ৮ ব্যবসায়ীকে জরিমানা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে রাসায়নিক সার মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৯ হাজার ৮০ বস্তা সার জব্দ ও ৮ জন সার বিক্রেতাকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ অক্টোবর) থেকে রোববার (২৬ অক্টোবর) পর্যন্ত পাটগ্রাম উপজেলা প্রশাসনের নেতৃত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সহায়তায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার বিক্রেতাদের দোকানে এ অভিযান পরিচালিত হয়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সরকারি নির্দেশ অমান্য করে সার মজুদ ও বেশি দামে বিক্রির অপরাধে ৮ সার বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন—ফারুক আহম্মেদ (৩০ হাজার টাকা), মিলন শেখ (২০ হাজার), হায়দার আলী রাসেল (২০ হাজার), মনিরুজ্জামান মনু (২০ হাজার), আব্দুল হামিদ (২০ হাজার), রাইসুল ইসলাম (১০ হাজার) ও হাফিজুল ইসলাম (১০ হাজার টাকা)।

অভিযানে মোট ৯,০৮০ বস্তা সার বিভিন্ন প্রতিষ্ঠানের গোডাউন ও দোকান থেকে জব্দ করা হয়। এসব সার পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে, যা পরবর্তীতে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করার নির্দেশ দেন আদালত।

পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম বলেন,“কিছু অসাধু ব্যবসায়ী বাইরে থেকে সার এনে মজুদ করে বেশি দামে বিক্রি করায় বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উত্তম কুমার দাশ বলেন,”সরকারি নির্দেশ অমান্য করে সার মজুদ ও বেশি দামে বিক্রি করায় ৮ ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত সার কৃষকদের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধ সার মজুদে ৮ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৪:৪১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে রাসায়নিক সার মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৯ হাজার ৮০ বস্তা সার জব্দ ও ৮ জন সার বিক্রেতাকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ অক্টোবর) থেকে রোববার (২৬ অক্টোবর) পর্যন্ত পাটগ্রাম উপজেলা প্রশাসনের নেতৃত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সহায়তায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার বিক্রেতাদের দোকানে এ অভিযান পরিচালিত হয়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সরকারি নির্দেশ অমান্য করে সার মজুদ ও বেশি দামে বিক্রির অপরাধে ৮ সার বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন—ফারুক আহম্মেদ (৩০ হাজার টাকা), মিলন শেখ (২০ হাজার), হায়দার আলী রাসেল (২০ হাজার), মনিরুজ্জামান মনু (২০ হাজার), আব্দুল হামিদ (২০ হাজার), রাইসুল ইসলাম (১০ হাজার) ও হাফিজুল ইসলাম (১০ হাজার টাকা)।

অভিযানে মোট ৯,০৮০ বস্তা সার বিভিন্ন প্রতিষ্ঠানের গোডাউন ও দোকান থেকে জব্দ করা হয়। এসব সার পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে, যা পরবর্তীতে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করার নির্দেশ দেন আদালত।

পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম বলেন,“কিছু অসাধু ব্যবসায়ী বাইরে থেকে সার এনে মজুদ করে বেশি দামে বিক্রি করায় বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উত্তম কুমার দাশ বলেন,”সরকারি নির্দেশ অমান্য করে সার মজুদ ও বেশি দামে বিক্রি করায় ৮ ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত সার কৃষকদের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে।”

এমআর/সবা