বান্দরবানের আলীকদম সরকারি কলেজের নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই।
উদ্বোধন শেষে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নতুন ভবন পরিদর্শন করেন। কলেজ কর্তৃপক্ষ জানায়, উদ্বোধনের মাধ্যমে নতুন ভবনটিতে আনুষ্ঠানিকভাবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর, আলীকদম কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহেল রানা এবং আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন।
প্রধান অতিথি থানজামা লুসাই বলেন, “নতুন প্রশাসনিক ভবনটি আলীকদম কলেজের শিক্ষা কার্যক্রমে নতুন গতি আনবে। মানসম্মত শিক্ষা বিস্তারে জেলা পরিষদ সবসময় পাশে থাকবে।” তিনি শিক্ষকদের বেতন ও ভাতার সহায়তার জন্য কলেজকে ২ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ ভবনের আধুনিক নকশা ও পরিবেশবান্ধব নির্মাণশৈলী প্রশংসা করেন। কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন ভবন শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমআর/সবা
























