সীমান্তের অতন্দ্র প্রহরীর পাশাপাশি দুর্গম এলাকার গরিব ও অসহায় মানুষের সেবায় এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে ৭ বিজিবি।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পোমাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শীতের তীব্রতায় কষ্টে থাকা পাহাড়ি ও বাঙালি অসহায় পরিবারের মাঝে বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, এসপিপি উপস্থিত থেকে সাড়ে তিন শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। একই সঙ্গে ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন, এএমসি’র নেতৃত্বে আয়োজিত মেডিকেল ক্যাম্পে সাড়ে চার শতাধিক দুস্থ ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
এসময় বিজিবি কর্মকর্তারা স্থানীয় জনপ্রতিনিধি, কার্বারী (গ্রামপ্রধান) ও সাধারণ মানুষের উপস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি জনসচেতনতামূলক সভা করেন। সভায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
শীতবস্ত্র ও চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগী কমলা ত্রিপুরা (৫৭) বলেন, “বিজিবি আমাকে কম্বল দিয়েছে, ডাক্তার দেখিয়েছে ও ওষুধ দিয়েছে। আমি বিজিবির প্রতি কৃতজ্ঞ।”
অনুষ্ঠানে ৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে মানবিক ও সামাজিক দায়িত্ব পালন করে আসছে। দেশের যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিজিবি জনগণের পাশে থাকবে। তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীঘিনালা উপজেলার ভোটকেন্দ্রগুলোতে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
শু/সবা

























