বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনী-২ আসনে দলের মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন ভিপি জয়নালের ফেনী আগমনে বিশাল শোডাউন করেছে দলটির নেতাকর্মীরা। তিনি প্রতিদিন ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন, শহর ও গ্রামে তার জন্য ভোট চেয়ে লিফলেট বিতরণ করছেন দলীয় নেতাকর্মীরা।
দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে কাক ডাকা ভোরে ধানক্ষেতে দাঁড়িয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। শুক্রবার ভোরে তিনি ধানক্ষেতে গিয়ে ক্রিকেট ম্যাচের আম্পায়ারের ভঙ্গিতে ‘রিভিউ’ চেয়ে হাত তুলে প্রতিবাদ জানান।
জানা গেছে, আলাল উদ্দিন আলাল ফেনী-২ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় তার নাম না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করতেই তিনি এ অভিনব প্রতিবাদের পথ বেছে নেন।
বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলা সীমান্ত দত্তসার দীঘি এলাকা থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল ও গাড়ি শোভাযাত্রার মাধ্যমে ভিপি জয়নালকে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। এতে জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন বাচ্চু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান জুয়েল, ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রায় এক হাজার মোটরসাইকেলে দুই হাজারের বেশি নেতাকর্মী অংশ নেন শোডাউনে। সড়কের দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ এ শোডাউন উপভোগ করেন এবং ভিপি জয়নালকে স্বাগত জানান। পরে সন্ধ্যায় ফেনী সদর হাসপাতাল মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিএনপির প্রার্থী জয়নাল আবেদীন ভিপি বলেন, “মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সন্ত্রাসের জনপদ হিসেবে আখ্যায়িত ফেনীকে আমি কখনও ছেড়ে যাইনি। আমার জীবনের শেষ সময় পর্যন্ত ফেনীর মানুষের পাশে থাকব।”
বক্তারা দলের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, দলের ঐক্যই পারে গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে।
এমআর/সবা























