লালমনিরহাটের আদিতমারী উপজেলার বটতলা বাজারে মাদ্রাসার জায়গা দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় পিতা ও পুত্র আহত হয়েছেন। এ ঘটনায় থানায় ৮ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।
জানা গেছে, দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা এলাকার মজিবর রহমান (৬০) তার পৈত্রিক ১৩ শতাংশ জমিতে ২৫ বছর আগে একটি মাদ্রাসা নির্মাণ করেন।
মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পর সেখানে অবৈধভাবে দোকান ও ক্লাব ঘর গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।
গত ১০ নভেম্বর মজিবর রহমান পুনরায় মাদ্রাসা চালুর উদ্যোগ নিলে স্থানীয় কয়েকজন দখলদার হামলা চালায়। এতে তিনি ও তার পুত্র মাহবুব (৩৫) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আদিতমারী থানার ওসি মো. আলী আকবর বলেন, “ঘটনার বিষয়ে একটি এজাহার পাওয়া গেছে, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এমআর/সবা























