বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও জনকল্যাণমূলক কাজে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম জানান, চলতি মাসে চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নসমূহের অভিযানে চারজন আসামি গ্রেপ্তারসহ ৬ লাখ ১৪ হাজার ৮৫০ টাকার মাদকদ্রব্য এবং ৬ কোটি ২৫ লাখ ৬৭ হাজার ৭২৫ টাকার বিভিন্ন অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। মোট উদ্ধারকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে ৬ কোটি ৩১ লাখ ৮২ হাজার ৫৭৫ টাকা।
তিনি জানান, দায়িত্বপূর্ণ ৫৪০ কিলোমিটার সীমান্ত এলাকায় পাহারার পাশাপাশি ৪৭৭ বোতল মদ, ৪২৯ পিস ইয়াবা, ৩৮৮ কেজি গাঁজা, ২০০ বোতল বিয়ার এবং বাংলা মদ তৈরির ৫২০ পিস ট্যাবলেট জব্দ করা হয়েছে। একই সঙ্গে চোরাচালানের মাধ্যমে আনা ৫০১টি গরু ও ৩৬টি ছাগলও আটক করা হয়, যেগুলো শুল্ক বিভাগের নিলামের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এছাড়া আরও জব্দ করা হয়েছে—১৯ লাখ ৩১ হাজার ২৯৩ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ, ৩ হাজার ২০০ প্যাকেট বিদেশি সিগারেট, ১১ লাখ ৫১ হাজার ২০০ পিস সিগারেট ফিল্টার, ৯২০ কেজি রাবার, ৯৫টি শাড়ি, ১৭ প্যাকেট আতশবাজি, ৩০৮ লিটার কীটনাশক, ১৫ কেজি জিরা, নানা ধরনের কসমেটিকস, ৪,৫০০ ভারতীয় রুপি এবং ১৭টি বিভিন্ন যানবাহন।
লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম বলেন, ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন পানছড়ি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. আব্দুল মতিন, ক্যাপ্টেন মো. নাইমুল মুসাফিকসহ অন্যান্য কর্মকর্তারা।
এমআর/সবা
























