বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, শহীদ মৌলভী ফরিদ আহমেদ ছিলেন স্বৈরাচারী আইয়ুব খান বিরোধী আন্দোলনের একজন নেতা এবং আজীবন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। এ কারণেই তাকে নির্মমভাবে শহীদ হতে হয়েছে।
তিনি বলেন, দেশের বর্তমান সংকটে মৌলভী ফরিদ আহমেদের মতো নেতার প্রয়োজন, যিনি দেশের জন্য নিজের জীবন দিতে পিছপা হতেন না। ভারতের প্রভাবে দেশীয় রাজনীতিতে ফ্যাসিস্ট শাসনের জন্ম হয়েছে, কিন্তু যদি দেশের নেতৃত্বে মৌলভী ফরিদ আহমেদের মতো নেতা থাকতেন, বর্তমান পরিস্থিতি হতো না।
মৌলভী ফরিদ আহমেদের ৫৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঈদগাঁও উপজেলার মাছুয়াখালীর রত্নগর্ভা রিজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সাংবাদিক বদিউল আলম। প্রধান অতিথি সহিদুজ্জামান ছাড়াও জেলা বিএনপি ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
সভা শুরুতে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, মৌলভী ফরিদ আহমেদ ছিলেন তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের শ্রমমন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি ও নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সভাপতি। ১৯৭১ সালের ২৩ ডিসেম্বর তিনি রাজধানীতে নির্মম নির্যাতনের মাধ্যমে শহীদ হন।























