নওগাঁয় দুই মাথা ও তিনটি হাত বিশিষ্ট অদ্ভুত এক শিশুর জন্ম হয়েছে। বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর ) দুপুর ১২ টার দিকে জেলা শহরের প্রাইম ল্যাব এন্ড হাসপাতালে সিজারিয়ান অপারেশন মাধ্যমে ওই শিশুর জন্ম হয়। জন্মের ১ ঘন্টা পর শিশুটির মৃত্যু হয়।
নওগাঁ জেলা সদরের চকপ্রসাদ এলাকার বাসিন্দা মো. রকি’র স্ত্রী আরিফা নামের এক গৃহবধূর পেট থেকে এই শিশুর জন্ম হয়।
জানা যায়, নওগাঁ জেলা শহরের প্রাইম ল্যাব এন্ড হাসপাতালে গৃহবধূ আরিফার সিজারিয়ান অপারেশন হয়। অপারেশনেট মাধ্যমে ওই শিশুর জন্ম হয়। জন্মের ১ ঘন্টা পরেই শিশুটির মৃত্যু হয়। পরবর্তীতে সেই শিশুটিকে তারা বাবা নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বর্তমানে শিশুটির মা চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ্য আছেন।
শু/সবা


























