বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালীতে অংশগ্রহণকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শাহজাহান চৌধুরী (৫০) নামের বিএনপি নেতা মারা গেছেন। ঘটনা ঘটে মঙ্গলবার বিকেলে বীরগঞ্জ পৌর শহরের র্যালি চলাকালীন।
পৌর বিএনপির সভাপতি আলহাজ আমিরুল বাহার জানান, র্যালি থানা মার্কেট অতিক্রম করার সময় হঠাৎ শাহজাহান হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহজাহান চৌধুরী ছিলেন বীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী তাঁতিদল যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষকদল সদস্য এবং জিয়া সাইবার ফোর্স সিনিয়র যুগ্ম আহ্বায়ক। বিএনপি মনোনীত সংসদ প্রার্থী মনজুরুল ইসলাম মনজু বলেন, “রাজপথের একজন সাহসী ও নিবেদিত কর্মীকে দল হারাল। তাঁর শূন্যতা সহজে পূরণযোগ্য নয়।”
বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এমআর/সবা






















