গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ প্রার্থী অধ্যাপক মো. মাজেদুর রহমান সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা জামায়াত কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় তিনি সুন্দরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, চরাঞ্চলের সমস্যা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও সুশাসন সংক্রান্ত পরিকল্পনা তুলে ধরেন।
অধ্যাপক মাজেদুর রহমান বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের মৌলিক সমস্যাগুলো অগ্রাধিকারভিত্তিতে সমাধান করবেন। উপস্থিত সাংবাদিকরা নদীভাঙন, বন্যা, স্বাস্থ্যসেবার দুরবস্থা, বেকারত্ব, প্রশাসনিক দুর্নীতি এবং পেশাগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন। প্রার্থী স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেন।






















