ফরিদপুরের সদরপুরে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা শাজাহান শেখ (৪৮)–কে আটক করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সদরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক শাজাহান শেখ সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি এবং ডিক্রীরচর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের অখিল উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, নিজ এলাকা থেকেই তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ২০২৪ তারিখে সংঘটিত সদরপুর থানা ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই মামলায় দণ্ডবিধির একাধিক ধারাসহ বিশেষ ক্ষমতা আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবেই তাকে আটক করা হয়।
সদরপুর থানা পুলিশ আরও জানায়, আটককৃত শাজাহান শেখকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ফরিদপুর আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
এমআর/সবা





















