আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ ছাইফুর রহমান।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে নুরুল আমিন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এবং মোহাম্মদ ছাইফুর রহমান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
বিএনপি প্রার্থী মনোনয়ন নেওয়ার সময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালাউদ্দিন সেলিম, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য লায়ন আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল প্রমুখ।

এছাড়া জামায়াত প্রার্থী মোহাম্মদ ছাইফুর রহমানের মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির নুরুল কবির, সেক্রেটারি মাওলানা আনোরুল্লাহ আল মামুন, জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমির নুরুল হুদা হামিদী, প্রার্থীর সহধর্মিণী এডভোকেট উম্মে সালমা, মীরসরাই পৌরসভা জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, ইসলামী ছাত্রশিবির মীরসরাই উপজেলা শাখার সভাপতি সাকিব হোসেন প্রমুখ।
উল্লেখ্য, দুই প্রার্থীই নির্বাচনী মাঠে প্রবেশের আগে স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকদের সঙ্গে সংহতি এবং প্রস্তুতির লক্ষ্যে আলোচনা করেন।






















