বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন পরিকল্পিতভাবে বানচালের চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্নের দাবি জানিয়ে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
সোমবার (তারিখ উল্লেখযোগ্য) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ‘বেরোবি শিক্ষার্থী পরিষদ’–এর নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ব্রাকসু নির্বাচন শিক্ষার্থীদের একটি মৌলিক গণতান্ত্রিক অধিকার। কিন্তু দীর্ঘদিন ধরে নির্বাচন নিয়ে টালবাহানা চলছে। তফসিল ঘোষণার পরও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, যা প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছে।
সংগঠনের নেতারা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা ও প্রশাসনিক জটিলতার অজুহাতে বারবার নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। তারা দাবি করেন, পরিকল্পিতভাবেই নির্বাচন বানচাল করার চেষ্টা চলছে।
বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করে, তাহলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অতীতেও একাধিকবার নির্বাচনের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। এবার আর কোনো ধরনের আশ্বাস বা সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না।
তারা স্পষ্ট করে বলেন, ব্রাকসু নির্বাচন নিয়ে আর কোনো নাটক বা গড়িমসি চলতে দেওয়া হবে না। শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে প্রয়োজনে রাজপথে নামার ঘোষণা দেন বক্তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শু/সবা

























