ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নম্বর সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ১১ প্রার্থীদের দলীয় প্রতীকের পাশাপাশি তিন স্বতন্ত্র প্রার্থী বিএনপির স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানকে (ফুটবল), জিরুনা ত্রিপুরাকে (কলস), ধর্ম জ্যোতি চাকমাকে (ঘোড়া) প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
বিএনপির আবদুল ওয়াদুদ ভূঁইয়াকে (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. এয়াকুব আলীকে (দাঁড়ি পাল্লা) ও ইসলামী আন্দোলনের মো. কাউসারকে (হাত পাখা) বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশ্যেপ্রু মারমাকে (রকেট), গণঅধিকার পরিষদের দীনময় রোয়াজাকে (ট্রাক), জাতীয় পার্টির মিথিলা রোয়াজাকে (লাঙল), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুর ইসলামকে (আপেল) ও বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তাফাকে (হারিকেন) দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এর আগে খাগড়াছড়ি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ ও এনসিপিসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে এনসিপি প্রার্থী ছাড়া ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুজন প্রার্থীতা প্রত্যাহার করায় শেষ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বোচনের ভোটের মাঠে থাকছেন ১১ জন।
শু/সবা




















