০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ নির্বাচনে মাঠে থাকবে বিজিবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিশেষ দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার মোট ৩৩টি উপজেলায় বিজিবি সদস্যরা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন। পরিস্থিতি অনুযায়ী বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড ও আরসিভি (RCV) মোতায়েন করা হবে।

বৃহস্পতিবার সকালে বিজিবির চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের গুইমারা সেক্টরের অধীন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ শাহীনুল ইসলাম।

তিনি জানান, গত তিন মাসে চট্টগ্রাম রিজিয়নে পরিচালিত অভিযানে ৫ কোটি টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়। অভিযানে আরও উদ্ধার করা হয় একটি ১২ বোর পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, তিনটি হাসুয়া (দা) এবং চোরাচালানের উদ্দেশ্যে পাচারকৃত ৪৩২টি গরু ও ১৮টি ছাগল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজিবির মানবিক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ১৩ হাজার ৮৯৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে আর্থিক অনুদান, গৃহনির্মাণ সামগ্রী বিতরণ, কর্মসংস্থান সৃষ্টি, মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা, কৃষি উপকরণ এবং শীতবস্ত্র বিতরণ।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অপারেশন অফিসার মেজর মো. জাহিন আবদুল্লাহসহ ৪০ বিজিবির অন্যান্য পদবীর সদস্যরা।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদ নির্বাচনে মাঠে থাকবে বিজিবি

আপডেট সময় : ০৪:২৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিশেষ দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার মোট ৩৩টি উপজেলায় বিজিবি সদস্যরা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন। পরিস্থিতি অনুযায়ী বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড ও আরসিভি (RCV) মোতায়েন করা হবে।

বৃহস্পতিবার সকালে বিজিবির চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের গুইমারা সেক্টরের অধীন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ শাহীনুল ইসলাম।

তিনি জানান, গত তিন মাসে চট্টগ্রাম রিজিয়নে পরিচালিত অভিযানে ৫ কোটি টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়। অভিযানে আরও উদ্ধার করা হয় একটি ১২ বোর পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, তিনটি হাসুয়া (দা) এবং চোরাচালানের উদ্দেশ্যে পাচারকৃত ৪৩২টি গরু ও ১৮টি ছাগল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজিবির মানবিক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ১৩ হাজার ৮৯৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে আর্থিক অনুদান, গৃহনির্মাণ সামগ্রী বিতরণ, কর্মসংস্থান সৃষ্টি, মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা, কৃষি উপকরণ এবং শীতবস্ত্র বিতরণ।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অপারেশন অফিসার মেজর মো. জাহিন আবদুল্লাহসহ ৪০ বিজিবির অন্যান্য পদবীর সদস্যরা।

শু/সবা