কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আলম নামে এক রোহিঙ্গা যুববকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত মোহাম্মদ আলম টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।
শনিবার (১১ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে আলম ঘরে ফিরার পথে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ওসমান গনি।
তিনি জানান, টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আলম নামে এক রোহিঙ্গা যুববকে মাথায় গুলি করে হত্যা করেছে শফি গ্রুপের সদস্যরা।
ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
নিহত আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।























