ভারতের বুলাওয়েওতে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬–এর ম্যাচের আগে ভারত ও বাংলাদেশের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ম্যাচ-পূর্ব আনুষ্ঠানিকতায় ভারত অধিনায়কের আচরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) কুইন্স স্পোর্টস ক্লাবে টসের সময় ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুষ মহাত্রে এবং বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরারের মধ্যে কোনো সৌজন্য বিনিময় দেখা যায়নি। টসের সময় দুজন কাছাকাছি দাঁড়ালেও ছিল না কোনো করমর্দন বা শুভেচ্ছা। টস শেষে আয়ুশ মহাত্র সরাসরি আবরারের পাশ দিয়ে হেঁটে চলে যান।
অসুস্থতার কারণে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মো. আজিজুল হাকিম তামিম খেলতে না পারায় সহ-অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেন জাওয়াদ আবরার। টসে জিতে বাংলাদেশ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।
টসের সময়ই শুধু নয়, জাতীয় সংগীত পরিবেশন এবং মাঠে নামার আগেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে কোনো ধরনের করমর্দন বা পারস্পরিক যোগাযোগ দেখা যায়নি। উভয় দলই একে অপরকে এড়িয়ে চলে, যা মাঠে বিদ্যমান উত্তেজনারই প্রতিফলন বলে মনে করছেন অনেকে।
পাকিস্তানের মতোই বাংলাদেশের ক্ষেত্রেও একই অবস্থান ভারতের ভারত এর আগেও পাকিস্তানের বিপক্ষে একই ধরনের অবস্থান নিয়েছিল। ২০২৫ সালের এপ্রিল মাসে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি দলের সঙ্গে করমর্দন ও আনুষ্ঠানিক যোগাযোগ এড়িয়ে চলে ভারতীয় ক্রিকেট দল। এমনকি এশিয়া কাপ ২০২৫–এর ট্রফিও গ্রহণ করেনি ভারত।

এবার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতার অভিযোগের প্রেক্ষাপটে ভারতের একই মনোভাব দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক উত্তেজনার প্রভাবেই মাঠে এই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে ভারত ও বাংলাদেশের সম্পর্ক বেশ চাপে রয়েছে, যার প্রভাব ক্রিকেটেও পড়ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬–এর কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়া হয়। ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও রাজনৈতিক চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়।
এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে অনুরোধ জানায়, আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬–এ তাদের সব ম্যাচ যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়, কারণ তারা নিরাপত্তাজনিত কারণে ভারতে দল পাঠাতে আগ্রহী নয়।
এমন প্রেক্ষাপটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত–বাংলাদেশ ম্যাচের আগের ঘটনাকে দুই দেশের টানাপোড়েনের প্রথম সরাসরি প্রতিফলন হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
এমআর/সবা
























