প্রকৃতির অনন্য উপহার কৃষ্ণচূড়াকে বিষয় করে পোশাক তৈরি করেছেন ডিজাইনার আবেদা খাতুন মিতুল। এসব পোশাক নিয়ে ঢাকার লালমাটিয়ার দ্বীপ গ্যালারিতে বৃহস্পতিবার (৬ জুন) থেকে শুরু হয় প্রদর্শনী।
সকাল ১১টায় ‘কৃষ্ণচূড়া তোমার রঙে’ শিরোনামে তিন দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট ডিজাইন পরামর্শক ও গবেষক চন্দ্রশেখর সাহা, ফ্যাশন এন্টারপ্রনর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফএএবি) প্রেসিডেন্ট আজহারুল হক আজাদ ও ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার। সূচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুণীজন ও সাংবাদিকরা।
একটি বিশেষ থিম নিয়ে আয়োজিত এই প্রদর্শনী নিয়ে অতিথিরা বলেন, এই ধরনের কাজ করা কঠিন। মিতুল সেই কঠিন কাজটি করেছেন। এই প্রদর্শনীটি আয়োজিত হচ্ছে মিতুলের ফ্যাশন ব্র্যান্ড সীবনীর ব্যানারে।
প্রদর্শনীতে স্থান পেয়েছে শাড়ি, পাঞ্জাবি, টি-শার্টসহ নারী ও পুরুষের বিভিন্ন ধরনের পোশাক। সব পোশাকই কৃষ্ণচূড়া রঙ ও সৌন্দর্যের অনুপ্রেরণায় তৈরি। প্রদর্শনী চলবে ৮ জুন রাত আটটা পর্যন্ত।
প্রায় দুই দশক ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন মিতুল। তার পোশাকে বৈচিত্র্য এবং সৃজনশীল নিরীক্ষা উভয়ই আছে। মিতুল তার সংগ্রহ নিয়ে কয়েক বছর আগে নেপালে অনুষ্ঠিত একটি প্রদর্শনী ও ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন। আগামীতেও দেশে এবং দেশের বাইরে নিজের ডিজাইনে তৈরি পোশাক নিয়ে প্রদর্শনী করার ইচ্ছা রয়েছে তার।
২০০৫ সালে নিজের ব্র্যান্ড সীবনী শুরু করেন মিতুল। সেই থেকে কাজ করে আসছেন তিনি। তার কাজের প্রেরণা মূলত প্রকৃতি। আমাদের চারপাশের গাছ-পাতা, ফুল-পাখি প্রভাবিত করে তার নকশা। নানা সময়ে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে নিজেকে ডিজাইনার হিসেবে আরও পরিশীলিত করে তোলার চেষ্টা করছেন তিনি। সেই ছাপ স্পষ্টভাবেই ধরা পড়ে তার কাজের মধ্যে।

























