◉ দাবি নিয়ে মাঠে সোচ্চার বিভিন্ন মহল
◉ শাহবাগে ফের সংখ্যালঘুদের অবস্থান
◉ চাকরি স্থায়ী করার দাবি আনসারদের
শেখ হাসিনা সরকারের পতনের পর গত বৃহস্পতিবার শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ১৭ সদস্যের এ সরকারের দায়িত্ব গ্রহণ করে পুরোপুরি কাজ শুরু করতে না করতেই একের পর দাবি নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। তারা এ নিয়ে আলোচনা সভা, বিক্ষোভ সমাবেশ, অবস্থান কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করছে। এর ফলে রাজধানীর কোথাও কোথাও তীব্র যানজটও হতে দেখা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্টদের দাবি মিটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে বেশ চাপের মুখে পড়তে হবে বলে মনে করছেন অনেকে।
জানা গেছে, গতকাল রোববার ৬ দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী কর্মচারী সংগঠন। ১০ম-২০তম গ্রেডের এক দল কর্মচারী এ বিক্ষোভ করেন। তাদের দাবিগুলো হচ্ছেÑ ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত করে ‘উপ-সহকারী সচিব’ পদনাম দেওয়া, বিদ্যমান আইনানুযায়ী ৭ বছরে ফিডার হওয়ার সঙ্গে সঙ্গে পদোন্নতি দিয়ে ক্যাডারে অন্তর্ভুক্ত করা, ১১-১৬ গ্রেডের কর্মচারীদের পদনাম ‘অতিরিক্ত উপ-সহকারী সচিব’ করা, ১৭-২০ গ্রেডের কর্মচারীদের পদনাম ‘সাচিবিক সহায়ক’ করা, সচিবালয় ভাতা চালু করা এবং স্বাধীন মত প্রকাশের জন্য সচিবালয়ে জারি করা ১৪৪ ধারা, আইসিটি আইন/সাইবার ক্রাইম আইন প্রত্যাহার করা।
শেখ হাসিনা সরকারের সময় দায়িত্ব পালন করা দোষী সচিবদের শাস্তির দাবিতে গতকাল সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। এ সময় তারা সচিবদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে যারা এখনো কর্মরত আছেন, তাদের দ্রুত অপসারণের দাবি জানান।
পদোন্নতিবঞ্চিত প্রায় ২০০ উপ-সচিব মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও এপিডির কাছে দাবি জানিয়েছেন। তারা বলেছেন, ক্যাডার নির্বিশেষে বৈষম্যহীন মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ার লক্ষ্যে প্রশাসন ক্যাডার ব্যতীত বিশেষজ্ঞ ২৫ ক্যাডারের বে-আইনিভাবে পদোন্নতিবঞ্চিত ১৩ থেকে ২২তম ব্যাচের উপসচিবদের পিএসসি’র মেধাতালিকা অনুযায়ী স্ব-স্ব ব্যাচের সঙ্গে জ্যেষ্ঠতা নিশ্চিত করে যুগ্মসচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করার অনুরোধ জানাই।
আইসিটি অফিসারদের জন্য স্বতন্ত্র আইসিটি ক্যাডার চালুর জন্য চূড়ান্ত প্রস্তাব এক মাসের মধ্যে অনুমোদন করাসহ ১৩ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ আইসিটি অফিসার্স ফোরাম। তাদের দাবিগুলো হলোÑ স্বতন্ত্র আইসিটি ক্যাডার চালু, স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা, পদগুলোকে রুলস অব বিজনেস-এ অন্তর্ভুক্ত করা, মেধা, সততা ও দক্ষতার ভিত্তিতে পদায়ন ও পদোন্নতির ব্যবস্থা রাখা, স্বতন্ত্র আইসিটি অনুবিভাগ স্থাপন, স্বতন্ত্র আইসিটি ইউনিট স্থাপন করা, সব দপ্তরের কারিগরি এবং প্রশাসনিক সব পদে আইসিটি কর্মকর্তাদের পদায়ন করা, জেলা এবং উপজেলা কার্যালয়ে সংশ্লিষ্ট আইসিটি কর্মকর্তাকে দপ্তর প্রধান করা, বিভিন্ন দপ্তরে প্রধানের পদে আইসিটি কর্মকর্তাদের মধ্য হতে নির্বাচন করা, গ্রেড-১ এর পদ সৃষ্টি করা প্রভৃতি।
বিশ^বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে ১৩টি দাবি উপস্থাপন করেছে। এরমধ্যে, উচ্চপদস্থদের পদত্যাগ, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধ, জকসুর নীতিমালা প্রণয়ন, দ্বিতীয় ক্যাম্পাস দ্রুত বাস্তবায়ন, ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নতকরণ অন্যতম।
মিথ্যা মামলায় কারাবন্দি আলেমদের মামলা প্রত্যাহার করে মুক্তি ও বিভিন্ন সময়ের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন করেছে মাজলুম ওলামায়ে কেরামের নেতারা।
চাকরি স্থায়ী করার এক দফা দাবিতে সুপ্রিম কোর্ট গেটের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন সাধারণ আনসার সদস্যরা। বেশ কয়েকজন আনসার সদস্য রাস্তায় দাঁড়িয়ে এক দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন।
জান-মালের নিরাপত্তা, দখলদারিত্ব বন্ধ ও নির্বাচন ব্যবস্থার সংস্কারে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক হল খুলে ক্লাস শুরু করা, সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস, ছাত্র রাজনীতি বন্ধের পাঁয়তারা বন্ধ, গ্রাম শহরের শ্রমজীবীদের জন্য স্বল্প মূল্যে রেশনিং চালু, শিল্প কল কারখানা, ব্যাংক বীমা, ব্যবসা প্রতিষ্ঠান, আমদানি রপ্তানি বাণিজ্য পূর্ণ চালু ও নিরাপত্তা নিশ্চিত করে অর্থনীতি সচল করার আহ্বান জানায় তারা।
পুলিশের পক্ষ থেকে ১১দফা দাবি জানানো হয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা, নিহত পুলিশ সদস্যদের পরিবারকে এককালীন আর্থিক ক্ষতিপূরণ দেয়া, আজীবন পেনশন, রেশন প্রাপ্তি, পরিবারের সদস্যের সরকারি চাকরির ব্যবস্থা, আহতদের চিকিৎসা ও গুরুতর আহত পুলিশ সদস্যদের আর্থিক ক্ষতিপূরণ, নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা, পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসন, কর্মঘণ্টা আট ঘণ্টা করা, ওভারটাইম দেওয়া, পুলিশের ঝুঁকি ভাতা বৃদ্ধি করা, নৈমিত্তিক ছুটি ৬০ দিন করা, পুলিশ বাহিনীর মর্যাদা এবং অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের অধিকার নিশ্চিত করা, স্বাধীন পুলিশ কমিশন গঠন, পুলিশের সব স্থাপনা আধুনিকায়ন করা, অধস্তন অফিসারদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা, পুলিশের অধস্তন কর্মকর্তাদের জন্য আবাসিক ব্যবস্থা, ব্যারাকে বিদ্যমান আবাসন সংক্রান্ত জটিলতা নিরসন ও ব্যারাকগুলোকে আধুনিকায়ন করা।
সামাজিক সংগঠন নাগরিক বিকাশ ও কল্যাণ (নাবিক) বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছে। এছাড়া পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির দাবিও উঠেছে। বক্তারা বলেন, বিচারবহির্ভূত হত্যা ও গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিকভাবে বিতর্কিত হয়েছে র্যাব।
ধারণাপত্রে নাবিকের সহসভাপতি বুরহান উদ্দিন ফয়সল পাঁচটি দাবিতে বলেন, মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবের বিলুপ্তি, ডিজিএফআইয়ের আমূল সংস্কার এবং পুলিশের সংস্কার ও লোগো পরিবর্তন, আওয়ামী ফ্যাসিজমের সঙ্গে জড়িত এবং সহযোগীদের কঠোর বিচার এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করা, অকার্যকর ও আওয়ামী রেজিম টিকিয়ে রাখার হাতিয়ার বর্তমান সংবিধান বাতিল করে নতুন জনবান্ধব সংবিধান প্রণয়ন, ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নতুন বিচারক নিয়োগ এবং সাইবার সিকিউরিটি আইনসহ সব কালো আইন বাতিল করা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় স্বল্প ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ।
বাংলাদেশ মহিলা পরিষদ এক মানববন্ধনে সাম্প্রদায়িক হামলা, লুটতরাজ বন্ধ করে দেশে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে। পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, আমরা চাই এমন একটা বৈষম্যহীন রাষ্ট্র, সমাজ ব্যবস্থা, যেখানে নারীর মর্যাদা, সম-অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত হবে। দেশের সার্বিক অগ্রগতির লক্ষ্যে অংশীজনের সঙ্গে আলোচনার সব পর্যায়ে নারীকে অন্তর্ভুক্ত করতে হবে।
তিনি আহ্বান জানিয়ে বলেন, আমরা নারী সমাজ গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সমতাভিত্তিক, মানবিক রাষ্ট্র, সমাজ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
এছাড়া নানা নির্যাতনের অভিযোগে কয়েকদিনের ধারাবাহিকতায় গতকালও রাজধানীর শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি অংশ।






















