জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা তাসনিম জারা, তাজনূভা জাবীনসহ অন্যান্য নেতাদের আমজনতার দলে যোগদানের আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান পোস্টে লিখেছেন, “জামায়াতের কারণে যারা এনসিপি ছাড়ছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা আছে।” তিনি আরও উল্লেখ করেন, “আমাদের রাজনৈতিক ইতিহাসে মতবিরোধ থাকতে পারে, কিন্তু অর্থনৈতিক কেলেঙ্কারির কোনো ইতিহাস নেই। প্রয়োজন হলে আমরা জনগণের কাছে গিয়েছি, কারও ওপর জোর করে অর্থ সংগ্রহ করিনি। নির্বাচনে আমরা সহযোগিতা করব। আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জন্য এই ছাড় আমরা দেব।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির সমঝোতার খবর প্রকাশিত হওয়ার পর পদত্যাগের ধারা শুরু হয়। শনিবার (২৭ ডিসেম্বর) এনসিপি থেকে পদত্যাগ করেন যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। এর আগে শুক্রবার দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এই পদত্যাগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এর আগে ২৫ ডিসেম্বর পদত্যাগ করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নির্বাহী কাউন্সিল সদস্য মীর আরশাদুল হক। তিনি দলীয় মনোনয়ন পেয়েও নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন। এছাড়া আবুল কাশেমও পদত্যাগ করে ফেনী-৩ আসনের সংসদ প্রার্থিতা থেকে সরে দাঁড়ান।
জানা গেছে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে এনসিপি যাতে যোগ না দেয়—এই দাবিতে শনিবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে ৩০ নেতা চিঠি দেন। তবে এই বিষয়ে নাহিদ ইসলামের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
শু/সবা

























