কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের তালুক আষাঢ়ু খাউড়িয়া গ্রামের শ্রী মনমোহন রায়ের পুকুর পাড়ে বজ্রপাতে একটি ইউক্লিপটাস গাছ পুড়ে দুমড়ে মুচড়ে যায়। জানা যায় বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২.৩০ মিনিটে আকাশ ঘন মেঘ করলে এসময় প্রচুর মেঘ ডাকতে শুরু করে। একসময় বিকট শব্দে পুকুর পাড়ে বজ্রপাত ঘটে। স্থানীয় বাসিন্দারা বজ্রপাতের শব্দ শুনে পুকুর পাড়ে এসে দেখতে পায় উঁচু লম্বা ইউক্লিপটাসের একটি গাছ পুড়ে দুমড়ে মুচড়ে পুকুরের পানিতে পড়ে গেছে। বজ্রপাতে পুড়ে যাওয়া গাছ দেখতে আসা প্রত্যক্ষদর্শীরা বলেন- বিকট শব্দ হবার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ইউক্লিপটাস গাছটির মাঝখানে কিছু অংশ পুড়ে গেছে। বজ্রপাতে এভাবে গাছ ফেটে চৌচির হওয়া আগে কখনও দেখিনি।
শিরোনাম
রাজারহাটে ইউক্লিপটাস গাছে বজ্রপাত
-
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৫৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- ।
- 155
জনপ্রিয় সংবাদ




















