নওগাঁর বদলগাছী উজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের ধর্মপুর গোয়ালভিটা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন মাতৃকালীন ছুটির নামে এক লাখ ৪ হাজার টাকা নিয়ে আত্মসাত করেছে মর্মে সহকারী শিক্ষিকা ( ইংরেজি) মোছাঃ শারমীন আক্তার ২০/১০/২০২৪ ইং তারিখে মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ঢাকা নিকট লিখিত অভিযোগ করেছেন বলে অভিযোগ সুত্রে জানা গেছে। অভিযোগে প্রকাশ মোছাঃ শারমীন আকতার এনটিআরসিএ কর্তৃক তৃতীয় গণবিজ্ঞপ্তি উক্ত মাদ্রাসায় ০১/০২/২০২২ ইং তারিখে যোগদান এবং ০১/০৩/২০২২ ইং তারিখে এমপিওভুক্ত হন। ইনডেক্য্র নং এম-০০২২৩৫৯ । যোগদানকালীন সময়ে উল্লেখিত শিক্ষিকা সন্তান সম্ভবা ছিলেন হেতু ০৮/০২/২০২২ ইং তারিখ থেকে ৬ মাসের মাতৃকালীন ছুটিতে ছিলেন। ০৪/০৪/২০২৩ ইং তারিখে অধ্যক্ষ শিক্ষিকাকে বলেন মাতৃকালীন ছুটি গ্রহন বৈধ্য হয়নি, জন্যই ৬ মাসের গৃহিত বেতন-ভাতা ফেরৎ দিতে হবে। প্রেক্ষিতে উল্লেখিত মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ রেজাউল করিম এর উপস্থিতে শিক্ষিকা শারমীন আকতার তার বাড়ীতে অধ্যক্ষ আনোয়ার হোসেনকে এক লাখ ৪ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে শিক্ষিকা শারমীন আকতার অধ্যক্ষের নিকট থেকে বর্ণিত পরিমান টাকা ফেরতের চালানের কপি বার বার চাহিলেও চালানের কপি ফেরত প্রদানে তালবাহানা করেন। তালবাহানা করায় উক্ত শিক্ষিকা মনে করেন অধ্যক্ষ তার টাকা আত্মসাত করেছেন । বাধ্য হয়ে মহাপরিচালক , মাদ্রাসা অধিদপ্তর ঢাকার নিকট অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন। শিক্ষিকা শারমীন আকতার এর সাথে মোবাইল ফোনে কথা বললে অভিযোগ করার সত্যতা তিনি স্বীকার করেন। অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে বার বার কথা বলার চেষ্টা করলে তিনি ফোন ধনেনি।
শিরোনাম
মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মাতৃকালীন ছুটির নামে এক লাখ ৪হাজার টাকা আত্মসাতের অভিযোগ
-
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি - আপডেট সময় : ০২:০১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
- ।
- 282
জনপ্রিয় সংবাদ




















