ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি ও চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন (৬০) মারা গেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। তিনি শনিবার রাতে চিকিৎসার জন্য ফেনী থেকে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লায় পৌঁছলে এ্যাম্বুলেন্সের ভেতরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। আজ ৩ নভেম্বর রোববার সকালে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুল আউয়াল সজিব জানান, গিয়াস চেয়ারম্যান শনিবার ভোরে হঠাৎ অসুস্থ্য হয়ে গেলে তাকে ফেনী ডায়বেটিস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে ঢাকা নেয়ার পথে কুমিল্লার দাউদকান্দি এলাকায় এ্যাম্বুলেন্সের ভিতরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
তার মৃত্যুর খবরে সোনাগাজী পৌর শহরের জিরোপয়েন্ট ও চর চান্দিয়ার বাড়ীতে শত শত নেতাকর্মী ভীড় করতে থাকে। এসময় আত্মীয়-স্বজনের সাথে দলীয় নেতাকর্মীদের চোখও অশ্রুসিক্ত হয়।
রোববার সকালে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন।




















