০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলপুর পৌরসভার সাবেক মেয়র গ্রেফতার

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি শশধর সেনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
রবিবার (৩ নভেম্বর) রাত ৩ টার দিকে মোমেনশাহী সেনানিবাসের (২১ ইবি) ক্যাপ্টেন রিফায়াতের নেতৃত্বে যৌথবাহিনীর একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় নগরীর বাউন্ডারি রোড এলাকায় তার নিজ বাসা থেকে শশধরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান জানান, যৌথ বাহিনী সাবেক মেয়রকে রাতে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাকে সংশ্লিষ্ট ফুলপুর থানায় হস্তান্তর করেছি, সেখানে তার বিরুদ্ধে গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফুলপুর উপজেলায় প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে।
প্রসঙ্গত, শশধর সেন গত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফুলপুর পৌরসভার মেয়র হয়েছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।
জনপ্রিয় সংবাদ

ফুলপুর পৌরসভার সাবেক মেয়র গ্রেফতার

আপডেট সময় : ০৫:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি শশধর সেনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
রবিবার (৩ নভেম্বর) রাত ৩ টার দিকে মোমেনশাহী সেনানিবাসের (২১ ইবি) ক্যাপ্টেন রিফায়াতের নেতৃত্বে যৌথবাহিনীর একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় নগরীর বাউন্ডারি রোড এলাকায় তার নিজ বাসা থেকে শশধরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান জানান, যৌথ বাহিনী সাবেক মেয়রকে রাতে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাকে সংশ্লিষ্ট ফুলপুর থানায় হস্তান্তর করেছি, সেখানে তার বিরুদ্ধে গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফুলপুর উপজেলায় প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে।
প্রসঙ্গত, শশধর সেন গত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফুলপুর পৌরসভার মেয়র হয়েছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।