কক্সবাজার সদরের লারপাড়ার প্রেমিক যুগল জাবেদ ও আনিকা বিপুল পরিমাণ ইয়াবাসহ পটিয়া থানা পুলিশের হাতে আটক।
শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার খরনা রাস্তার মাথায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজার পৌরসভাধীন পিটিআই স্কুল, ৬নং ওয়ার্ড, বর্তমান ঠিকানা লার পাড়া, ১নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি এলাকার মোঃ সেলিম ও নাজমা আক্তার দম্পতির ছেলে মোঃ জাবেদ (২৮) ও একই এলাকার নুরুল ইসলাম ও মমতাজ বেগম দম্পতির কন্যা এবং নেজাম উদ্দিন রাব্বীর স্ত্রী আনিকা রহমান (২০)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে ই’য়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




















