প্রতি বছরের ন্যায় এই বছরও আয়োজিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অবাসিক আলোচনা সভা উক্ত আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট আবু জাফর হায়দার। সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মুকিম বিল্যাহ্। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক থানা শিক্ষা অফিসার শামসুল আরিফিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইডেন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড মডার্ন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, পাওয়ার সেল মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জিয়াউল হক, গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজের সম্মানিত পরিচালক লুৎফর রহমান আলম, ১৩ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক এরশাদ খান। দারুত্ত্বাকওয়া হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুল হামিদ, সাউথ এশিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক জিয়া উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক হোসেন, অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা মোঃ শহীদ, কাজী মাহবুবুর রহমান, সালাউদ্দিন চৌধুরী, মোস্তফা কামাল, শাহ মোহাম্মদ শরিফ উল্লাহ, প্রিয়াঙ্কা চৌধুরী, অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফাতেমা বেগম, অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক রাসেল খান। অনুষ্ঠানকে আকর্ষিত করে তোলেন আহনাফ আমিরের ম্যাজিক শো এর মাধ্যমে। এ অনুষ্ঠানে বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দিক নির্দেশনামূলক ধরানা দেন। শিক্ষায় নিজেকে দক্ষ ও ভালো মানুষ হিসেবে করে গড়ে তোলার জন্য আহবান জানান।
শিরোনাম
গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পুর্ন
-
চট্টগ্রাম ব্যুরো - আপডেট সময় : ০৬:৪৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
- ।
- 47
জনপ্রিয় সংবাদ




















