ফেনীতে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে ফুড এজেন্সিকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় ফাইভ স্টার।
রবিবার (২৯ ডিসেম্বর) রাতে শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ও ফেনী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদুল আলম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অভিষেক দাস।
ফেনী জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নোভেল চাকমা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মনির আহমদ, জেলা বিএনপিরর যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও ছাত্রদলের সাবেক জেলা সভাপতি নজরুল ইসলাম চৌধুরী ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।
এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপি সদর উপজেলার যুগ্ম আহবায়ক বাবু তপন কর, সৌদি আরব পূর্ব অঞ্চল শাখার সভাপতি আনোয়ার হোসেন স্বপন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফেনী পৌর শাখার সাধারণ সম্পাদক দাউদুল ইসলাম টিপু।
বক্তারা বলেন, “যুবকদের সৎ চরিত্র গঠন করতে হবে। সৎ চরিত্র গঠন করতে হলে যুবকদের পড়ালেখা করতে হবে। খেলাধুলা করতে হবে। শুধু খেলাধুলা ও পড়ালেখা করলে হবে না। যুবকদের সৎ হওয়ার জন্য ধর্মীয় অনুশাসনও মেনে চলতে হবে। সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। একটা সুস্থ সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য যুব সমাজ গুরুত্বপূর্ণ। সুস্থ ও সুন্দর থাকার জন্য খেলাধুলা অপরিহার্য। বিশেষ করে ফেনী সীমান্ত জেলা হওয়ায় এখানে মাদকের সহজলভ্যতা বেশি। এ জেলার যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার জন্য বেশি বেশি খেলাধুলা প্রয়োজন।”






















