ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি ও ভালুকা উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ বলেছেন- গত ৫ই আগষ্ট স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে ছাত্রজনতার সঙ্গে অসংখ্য শ্রমিক দল নেতাকর্মী রাজপথে প্রাণ দিয়েছেন। এদেশে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সব সময় শ্রমিকরা রাজপথে সক্রিয় ভাবে অংশ নিয়েছে। তাই অতীতের ন্যায় ভবিষ্যতেও শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শ্রমিকদের আরো ঐক্যবদ্ধ ভাবে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ভালুকা উপজেলার ভরাডোবা নতুন বাসস্ট্যান্ডে আয়োজিত ভরাডোবা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড শ্রমিকদলের কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের মধ্য থেকে আমরা ওয়ার্ডের নেতৃত্ব প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ভরাডোবা ইউনিয়ন শ্রমিকদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম। উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি সোহাগ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদ, মজিবর রহমান মজু, রুহুল আমিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, মোশারফ হোসেন বাহার, রাশিদা খাতুন, শারমীন আক্তার দীনা, শাহ মোহাম্মদ সুজন, মাহাবুবুল আলম মোল্লা, সাদ্দাম হোসেন, কায়সার আহমেদ কাজল, নাজমুল আলম বাদল, আরিফুল হক আরিফ, ডা. হাফিজুল ইসলাম ও জাহিদুল ইসলাম জনি প্রমুখ। এ সময় শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।
শিরোনাম
স্বৈরাচার পতনে ছাত্রজনতার সঙ্গে শ্রমিকরাও রাজপথে প্রাণ দিয়েছেন
-
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি - আপডেট সময় : ১০:১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- ।
- 120
জনপ্রিয় সংবাদ




















